লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিএসএফের ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশি আহত হয়েছেন।
রোববার ভোরে উপজেলার বেলেরবাড়ী গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিজিবি রংপুর (তিস্তা-২) ৬১ ব্যাটালিয়নের শ্রীরামপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার নাজমুল হক।
আহত ব্যক্তি শ্রীরামপুর ইউনিয়নের বেলেরবাড়ী গ্রামের আব্দুল হাইয়ের ছেলে রইচ উদ্দিন (৪০)। পরিবার জানিয়েছে, তিনি রংপুরে চিকিৎসাধীন।
রইচ উদ্দিনের পরিবার ও সঙ্গীরা জানায়, রোববার ভোরে শ্রীরামপুর ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলার এবং দুই ও তিন নম্বর সাব-পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপারকারীদের সহায়তায় গরু আনতে যায় বাংলাদেশি পাঁচ-ছয় জনের একটি দল।
এ সময় বিএসএফ ১৬৯ রাণীনগর ব্যাটালিয়নের কৈশিক ক্যাম্পের টহলদলের সদস্যরা গরু পারাপারকারীদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। এতে রইচ উদ্দিন ডান পায়ে রাবার বুলেটবিদ্ধ হয়।